ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

২০ বছরে পা দিল সরগম

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
২০ বছরে পা দিল সরগম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সংগীত বিষয়ক একমাত্র পত্রিকা মাসিক সরগম ১৯ বছর পার করে বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০ বছরে পদার্পণ করলো।

এ উপলক্ষে বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হাশেম খান, প্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা, জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী এবং শ্যাম শওকত হোসেন।

সরগম সাংস্কৃতিক দলের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন। তিনি বলেন, ১৯টি বছর পার করে ২০ বছরে পদার্পণ করলো সরগম। ভাবতেই অবাক লাগে, শুধুমাত্র সংগীতকে নিয়ে একটি পত্রিকা ২০ বছরে পৌঁছালো। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, বাধার পাথর ঠেলে আজ সরগমের এই অবস্থান। ১৯ বছরের সময় পরিধিতে সরগম কখনো মাসের ১ তারিখের পরে প্রকাশিত হয়নি। বরঞ্চ কোনো কোনো সংখ্যা ৫-৬ দিন আগে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, এ সাফল্যের কৃতিত্ব সরগমের পাঠক, শুভানুধ্যায়ী, প্রতিনিধি, শিল্পী, কলাকুশলী, সংস্কৃতিকর্মী, লেখক ও বিজ্ঞাপনদাতাদের।

একইসঙ্গে সরগম সাংস্কৃতিক দলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ছিল এদিন। এ প্রসঙ্গে তিনি বলেন,  সরগম সাংস্কৃতিক দলও ইতোমধ্যে সাফল্যের সঙ্গে বেশ কিছু অনুষ্ঠান করেছে।

অনুষ্ঠান উদযাপনে আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ বাংলাদেশের পক্ষ থেকে   সহযোগিতার জন্য ২০১৫-১৬ রোটাবর্ষের জেলা গর্ভনর শ্যাম শওকত হোসেনকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সরগম সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন- জনপ্রিয় সংগীতশিল্পী খুরশিদ আলম, ফাহমিদা খাতুন, আসফ খান, ফরিদা পারভীন, প্রমোদ দত্ত, ইফফাত আরা নার্গিস, ফেরদৌস আরা, শাকিলা, লীনা তাপসী খান, শুভ্র দেব, রুমানা ইসলাম, মুর্শিদ জাহান, আলম আরা মিনু, তারেক জুবায়ের, মঞ্জুষা, হাসান চৌধুরী, সুজিত মোস্তফা, শিরীন শীলা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বাংলাদেশ বেতারের উপস্থাপিকা শামীমা চৌধুরী এলিস, রোটারিয়ান শিমুল পারভীন এবং সরগমের সিনিয়র রিপোর্টার তরুণ রাসেল।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।