ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে সভা

পঞ্চগড়: ‘তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (০১ অক্টোবর) র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।



এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

আলোচনা সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে একটি সচেতনতামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।