নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ উপজেলা বিরামপুর কান্দাপাড়া গ্রামে ঘর পোড়ানোর মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কান্দাপাড়া গ্রামের সালেক মিয়া, আবুল কাশেম, আবুল হোসেন, রফিক ও নূরুল হক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কান্দাপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে জিয়াউর রহমান, প্রতিবেশি জানু মিয়া, ইদ্রিস মিয়া ও মুখলেছ মিয়ার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির সদস্যদের ওপর হামলা চালায়। একই সঙ্গে ওই তিনটি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালংকার ও ৬ থেকে ৭ লাখ নগদ টাকা নিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ধান, পাট, কালো জিরা, সরিষা পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদী হয়ে নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম