ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
গোবিন্দগঞ্জে চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাহ আলম মিয়া (৪৫) নামে এক চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



শাহ আলম ওই ইউনিয়নের বগলাগাড়ী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, রাতে নাসিরাবাদ বাজার এলাকার একটি বটগাছের নিচে শাহ আলমের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, নিহত ব্যবসায়ীর পরিবারের দাবি, কয়েকদিন আগে পুলিশের হাতে আটক আবুল হোসেনসহ স্থানীয় তিন মাদকসেবী ও বিক্রেতাকে তিনদিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই তিনজনের সন্দেহ, শাহ আলম তাদের পুলিশে দিয়েছেন। এর জের ধরে তারা জেল থেকে বের হয়ে এসে শাহ আলমকে নানা হুমকি দিয়ে আসছিলেন। তারা তাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ নাসিরাবাদ এলাকায় ফেলে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।