ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার নিরাপত্তা

‘রেড নোটিশ’ সরালো ইতালি, শিথিল করলো যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
‘রেড নোটিশ’ সরালো ইতালি, শিথিল করলো যুক্তরাষ্ট্র

ঢাকা: নিজ দেশের নাগরিকদের জন্য ঢাকা সফরে নিরাপত্তা বিষয়ে ‘রেড নোটিশ’ সরিয়ে নিয়েছে ইতালি। আর যুক্তরাষ্ট্র তা শিথিল করেছে।



বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া নতুন নিরাপত্তা বার্তায় মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ তথ্য জানায়।

তবে দূতাবাস কর্মীদের শহরে চলাচল করার সময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এতে।
 
আর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা উন্নয়নের প্রতিও সজাগ থাকতে বলা হয়েছে।

মার্কিন দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলাফেরা সীমিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের হেঁটে, মোটরসাইকেল, সাইকেল বা রিকশায় চলাচল করতে নিষেধ করা হয়েছে। এছাড়া ফুটপাত ও উন্মুক্ত এলাকাসহ সর্বসাধারণের ব্যবহৃত রাস্তা, নির্জন এলাকা ও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা অফিসের অনুমতি না নিয়ে এদেশের কোনো বড় অনুষ্ঠান এমনকি আন্তর্জাতিক হোটেলেও তাদের অংশ নিতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, নগরীতে ইতালির নাগরিক হত্যার পর ঢাকার নিরপত্তা পরিস্থিতি নিয়ে নিজ দেশের নাগরিকদের জন্য দেশটি যে রেড নোটিশ জারি করেছিল, তা তুলে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজারকে (৫০) নামে এক ইতালিয়ান।
 
এ ঘটনার পর ঢাকাস্থ ইতালি দূতাবাস বাংলাদেশে অবস্থানরত ইতালির নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়ে রেড অ্যালার্ট জারি করে। এরপর যুক্তরাষ্ট্রও এদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক থাকার নোটিশ দেয়।
 
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
জেপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।