ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইউজিসির সহকারী পরিচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ইউজিসির সহকারী পরিচালকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ (৩২) মারা গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



র‌্যাব-চার এর এএসপি মুজাহিদুল ইসলাম ও র‌্যাবের মেজর মাকসুদুল আলম (ডেপুটি ডিরেক্টর মিডিয়া) জানান, ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আগারগাঁও থেকে ওমর সিরাজকে আটক করে র‌্যাব। তাদের হেফাজতে বৃহস্পতিবার বিকেলে ওমর সিরাজ বুকে ব্যথা অনুভব করলে তাকে সোহরাওর্দীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক।  

খবর পেয়ে শেরে বাংলা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এজেডএস/এসআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।