ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বান্দরবানে দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

বান্দরবান: বান্দরবানে পৃথক অভিযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমেদ ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপজেলা শাখা-দুই এর সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত পৃথক দু’টি ই-মেইল বার্তায় বরখাস্তের বিষয়টি জানানো হয়।



নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটা, ভবন নির্মাণ ও আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কয়েকদিন আগে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই চার্জশিটে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামের নাম উল্লেখ রয়েছে।

এদিকে, কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমেদকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম ও আলীকদমের ইউএনও মোহাম্মদ আল আমিন বরখাস্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

অপরদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য বরখাস্ত তোফায়েল আহম্মেদ জানান, সাময়িক বরখাস্তের চিঠি তিনি পেয়েছেন।

তবে রামু বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি।

রাজনৈতিক ও ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করে আলীকদম উপজেলা পরিষদের সদ্য বরখাস্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি তিনি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।