ময়মনসিংহ: মনবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে গ্রেফতারকৃত হরমুজ আলীকে (৭৩) থানায় আনার পথে পুলিশের গাড়ির সঙ্গে টেম্পুর সংঘর্ষে আবদুল ওয়াহাব (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওয়াহাব ওই টেম্পুর চালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে বিষয়টি চেপে রাখলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান, সন্ধ্যায় পুলিশের গাড়ির সঙ্গে ময়মনসিংহগামী একটি টেম্পুর সংঘর্ষ হয়। এতে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই ও টেম্পু চালক আবদুল ওয়াহাব আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল ওয়াহাব।
এ দুর্ঘটনায় রাজাকার হরমুজ আলীও আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআই