গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদা এলাকা থেকে গাঁজাসহ মো. সোরহাব (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ অক্টোবর) শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোরহাবের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
‘সোরহাব, তার মা এবং ভাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মা ও ভাই পালিয়ে গেলেও সোরহাবকে আটক করা হয়েছে,’ বলেন এস আই মোস্তাফিজ।
তিনি বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এছাড়া মাদক ব্যবসার দায়ে এর আগেও সোরহাব ও তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমএ/