মেহেরপুর: মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ সেলিম হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটক সেলিম হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার হায়াত আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, সেলিম হোসেন নিজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজ বাড়ি থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসআর