ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফিটিংস এন্ড এক্সেসরিজ নামে একটি প্লাস্টিক সামগ্রী তৈরির করাখানায় অগ্নিক‍াণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর)  দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।



আগুনে প্লাস্টিকের তৈরি অনেক মালামাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর স্কুইব রোডে কারখানার চারতলা ভবনের ছাদে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তার ধারণা বিড়ি/সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত।

আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে দুইটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

কারখানা কতৃপক্ষ ক্ষয়ক্ষতি কোটি টাকা দাবি করলেও তদন্ত ছাড়া প্রকৃত ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব নয় বলে জানান মো. আক্তারুজ্জামান।    তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।