ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
টঙ্গীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

গাজীপুর: গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার শান্তিনগর এলাকার আমিনুল হকের ছেলে মো. তাছিন (২৩) এবং টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সুজন মিয়া (২৫)।



শুক্রবার সকালে (২ অক্টোবর) তাদের আটক করা হয়।

টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল বিন আমির বাংলানিউজকে জানান, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোবাইক থেকে নামার সময় ১ কেজি গাঁজাসহ তাছিনকে আটক করা হয়। তিনি ঢাকা বসুন্ধরা এলাকায় থাকেন। গাঁজা বিক্রি করতে তাছিন সকালে টঙ্গীতে আসছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেনে তাকে আটক করা হয়।

অপর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উল্লাহ জানান, শুক্রবার (২ অক্টোবর) ভোরে টঙ্গীর নতুনবাজার এলাকার সফি হোটেলের সামনে থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় সুজন মিয়াকে আটক করা হয়।

পুলিশের ওই দুই কর্মকর্তা আরও জানান, আটক দু’জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে টঙ্গী থানায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।