নড়াইল: নড়াইলের নড়াগাতী এলাকা থেকে একটি শাটারগান ও এক রাউন্ড গুলিসহ লতিফ (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে নড়াগাতীর কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বাংলানিউজকে জানান, লতিফ পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নিজ গ্রামের একটি পানের বরজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসআর