বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শিয়াল মারার জন্য পেঁতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে উপজেলার চাঁদপাশা গ্রামের বাড়ি সংলগ্ন আখক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল ওই গ্রামের গফুর হাজির ছেলে।
উপজেলার এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শফিক স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, গফুর হাজির প্রতিবেশী নূরুজ্জামান মিয়া শিয়ালের হাত থেকে আখক্ষেত রক্ষায় ক্ষেতের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার রাতের কোনো একসময় সোহেল ওই ক্ষেতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এসআই জানান, সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসআর