ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে সাত পিস ইয়াবাসহ কে এম আসাদুজ্জামান হিরো (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার লাঙ্গলবাদ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আসাদুজ্জামান হিরো ওই উপজেলার ধলহর চন্দ্র ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রামের এসএম আরব আলী খানের ছেলে।
পুলিশ জানায়, হিরো দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লাঙ্গলবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খাঁন বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/আরএম