ভোলা: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১২ জেলেকে ৮ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাদব সরকার এ আদেশ দেন।
এরআগে ইলিশ রক্ষায় ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী, ধনিয়া ও ভোলার খাল পয়েন্ট থেকে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।
এ সময় ১০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসআর