হিলি (দিনাজপুর): দিনাজপুরে হিলি সীমান্ত থেকে গরু মোটাতাজা করার ১৫ হাজার পিস ভারতীয় প্রভিট ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০২ অক্টোবর) ভোরে হিলি সীমান্ত এলাকার ফকিরপাড়ায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, ভারতীয় ট্যাবলেটের চালান নিয়ে চোরাকারবারি দল সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে, এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল শুক্রবার ভোরে সীমান্তের ফকিরপাড়া এলাকায় ওৎ পেতে থাকে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দলটি মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।
সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় প্রভিট ট্যাবলেট জব্দ করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয়। এগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে, তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/আরএম