ঢাকা: মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের শিগগির ‘যথার্থ’ মূল্যায়নের দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা।
একই সঙ্গে সরকার ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলে তাদের জন্য ন্যূনতম সিলেকশন গ্রেডের ব্যবস্থা রাখার দাবি জানান তারা।
শুক্রবার (অক্টোবর ০২) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আসাদুজ্জামান পান্না।
তিনি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা এবং সুস্থ্য জাতি গঠনে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কাজ করে যাচ্ছেন। কিন্তু নানাভাবে উপেক্ষিত হয়ে আছেন তারা।
‘মাঠ কর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। ফলে নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন স্বাস্থ্যকর্মীরা। ’
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। এছাড়া আগামী ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ছয়দফা বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংগঠনের সদস্য সচিব আসাদুজ্জামান পান্না বলেন, ১৮ নভেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় পরবর্তীতে মহাসমাবেশসহ দেশব্যাপী এক লাখ ০ হাজার অস্থায়ী রুটিন টিকাদান কেন্দ্রের ইপিআই কর্মকাণ্ড বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
সংবাদ সম্মলনে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি এম হারুন অর রশীদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. কে এম শফিউল আলম, বিভিন্ন জেলা ও বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রতিনিধির পক্ষে মো. ফারুক আলম, ফিরোজ আলম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান, স্বপন কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
একে/এমএ