বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন।
শুক্রবার (২অক্টোবর) শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আকতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের পরিচালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি জাহেদুর রহমান যাদুসহ অনেকে।
সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার (০৪ অক্টোবর) পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও মানববন্ধনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৫
এমবিএইচ/আরএইচ