ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দীপঙ্কর হত্যাকাণ্ড

বগুড়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বগুড়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন।
 
শুক্রবার (২অক্টোবর) শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
 
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আকতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের পরিচালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি জাহেদুর রহমান যাদুসহ অনেকে।

সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার (০৪ অক্টোবর) পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও মানববন্ধনে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৫
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।