পিরোজপুর: ‘জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান’ নামে একটি অনুমোদনহীন এনজিওতে চাকরির দেওয়ার নাম করে টাকা আত্মসাতের ঘটনায় পিরোজপুরে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাদের আটক করেন।
আটকরা হলেন, পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের ছেলে খান আল কাওছার (৪২) এবং কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে মো. মাসুদ উদ্দিন বাদল (৪৮)।
কাওছার নিজেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও মাসুদ উপ পরিচালক বলে দাবি করেন।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনায় প্রেস ব্রিফিং করেন সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মোল্লা আজাদ হোসেন।
তিনি জানান, জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান নামে ভুয়া এনজিও খুলে ওই দুই ব্যক্তি বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
কিন্তু চাকরি না পেয়ে কয়েক যুবক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ তাদের আটক করে।
এএসপি আরো জানান, আটকরা বিভিন্ন অফিসে গিয়ে কর্মকর্তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নিতেন।
মনিরুজ্জামান মনি নামে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, চাকরি দেওয়ার কথা বলে প্রতারক কাওছার ও মাসুদ তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। তিনি তিন মাস ধরে কাজ করলেও তাকে এখন পর্যন্ত কোনো বেতন দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন এনজিওটি ভুয়া।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি আজাদ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর