ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা আলহামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কাটাখালী ব্রিজ এলাকায় এলে বিপরীতমুখী অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ যাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।