সাভার (ঢাকা): ‘মেরুরজ্জুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য চাই বাধামুক্ত সমাজ’ স্লোগান সামনে রেখে সাভারে প্রতিবন্ধীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিডাব) উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার নাগরিক স্পাইনাল কর্ড ইনজুরিস বিশেষজ্ঞ ডিজেনানা জালোভিক ও ডারকো কোরজনারিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা অর্জনে নিজ নিজ প্রচেষ্টা একান্ত প্রয়োজন। তাদের সাহায্যে সমাজের বিত্তশালী ও বিবেকবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
ঈদ পুনর্মিলনীতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত প্রতিবন্ধীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডাব-এর সভাপতি অনিল কৃষ্ণ ভৌমিক ও সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএ