ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শিল্পী শামার একক সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শিল্পী শামার একক সন্ধ্যা

ঢাকা: ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইসিসি) হয়ে গেল সমসাময়িক রবীন্দ্র সংগীত শিল্পী শামা রহমানের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশান-১ এর আইসিসিতে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়।



ঢাকাস্থ আইসিসি-এর উদ্যোগে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
 
রবীন্দ্র সংগীত শিল্পী শামা রহমান প্রয়াত উস্তাদ ফজলুল হকের কাছে ক্লাসিকেল মিউজিকের তালিম নিয়েছেন। পরবর্তীতে ছায়ানট ও ঢাকার বুলবুল একাডেমিতে আতিকুল ইসলামের কাছে গান শেখেন তিনি।

এ পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভত ব্রিটিশ শিল্পী শামা রহমানের গাওয়া রবীন্দ্র সংগীতের ১৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।