ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
সোনাগাজীতে যুবককে কুপিয়ে হত্যা

ফেনী: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজী উপজেলায় গিয়াস উদ্দিন (৩২) নামে এক যুবককে পিটিয়ে  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওলমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত গিয়াস উদ্দিন একই এলাকার আবুল হাসেমের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তৈয়ব সেলিম (২৮) ও ফজলুল করিম রানা (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনাগাজীর ওলমা বাজারের সফি উল্যার দোকানে বাকিতে সিগারেট কিনতে যায় স্থানীয় যুবক গিয়াস উদ্দিন। কিন্তু সফি উল্যা আগেই টাকা পাওনা থাকায় সিগারেট দিতে রাজি হননি।

এ নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে গিয়াস উদ্দিন বাড়ি চলে যান। রাত ১টার দিকে দোকানি সফি উল্যার ছেলে মো. ভোলন, মাঈন উদ্দিন ও নয়ন, তাদের বন্ধু আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাসহ ৬/৭ জন গিয়াস উদ্দিনের বাড়িতে যান।

তারা গিয়াস উদ্দিনকে ডেকে পাশের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সরকারি দিঘীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম রানাকে আটক করে পুলিশ।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুর উর রশিদ বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গিয়াস উদ্দিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।