ঝিনাইদহ: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে ঝিনাইদহের চরমপন্থি নেতা রবিউল ইসলাম রবি ওরফে বেড়ে রবির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে ঝিনাইদহ সীমান্তের কুমারখালী উপজেলার গোবরা গ্রামের ফসলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এরআগে সকালে গোবরা গ্রামের কৃষকেরা ধানক্ষেতে রবির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃত রবি ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর ইউনিয়নের পরানপুর গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে নিজেই একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এলাকার লোকজন মৃতদেহটি চরমপন্থি নেতা রবিউল ইসলাম ওরফে বেড়ে রবির বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআর