বগুড়া: বগুড়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় শহরের সাতমাথা এলাকায় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অ্যাসোসিয়েশনের জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পোয়েটের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানার পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- আব্দুল কুদ্দুস পলাশ, ইসরাইল হোসেন, মশিউর রহমান বিপ্লব, রফিকুল বারী, সৈয়দ রাসেল, সোহেল রানা, আবু সুফিয়ান, তানভীর সিদ্দিক, টুটুল, আবু জাহিদ ওমর ফারুক, রাসেদুল হক, রাব্বি ফারুক, আলী হাসান, সুরাইয়া, সিরাজুম মনিরা, মাহবুবা মুসতারী, সেলিম রেজা, পরিতোষ কুমার, মোহাম্মদ আলী, খাদেমুল ইসলাম, নুরুল ইসলাম, প্লাবন, মিজানুর, তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দেন, সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের ঘোষণা না দিলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমবিএইচ/এইচএ