ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নরসিংদী থেকে অপহৃত গৃহবধূ আশুলিয়ায় উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
নরসিংদী থেকে অপহৃত গৃহবধূ আশুলিয়ায় উদ্ধার, আটক ৩

আশুলিয়া (ঢাকা): নরসিংদী থেকে অপহরণের চারদিন পর হাফসা আক্তার নামে এক গৃহবধূকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে ৠাব-৪। এ ঘটনায় জড়িত ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে।



শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে ৠাব-৪ (সিপিসি ২)-এর অপারেশন অফিসার সুপ্রভাত জানান, গত ২৯ সেপ্টেম্বর নরসিংদীর মনোহরদী থানার রামপুর এলাকা থেকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে হাফসা নামে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা গৃহবধূর স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরবর্তীতে মুঠোফোনের সূত্র ধরে আশুলিয়ার কুরগাঁও এলাকার বাবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিঠু নামে এক ব্যক্তির কক্ষ থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- বিল্লাল হোসনে, মনির হোসনে ও ওয়াদুল হোসেন।

আটক তিন অপহরণকারীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।