ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
মাটিরাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল এলাকায় যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটানয় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।



শুক্রবার (০২ অক্টোবর) পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা তবলছড়ি এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বর্ণাল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কবির হোসেন নামে একজন নিহত হয়।
 
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর ও চমেকে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসটি উদ্ধারে কাজ করছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।