ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মহিষাকুণ্ডু এলাকায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাঁদপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহে আসছিলেন। পথিমধ্যে মহিষাকুণ্ডু এলাকায় পৌঁছালে মাটি ভর্তি ট্রলি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রলিটি আটক করেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ