দিনাজপুর: দিনাজপুর কাহারোল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মহেশপুর মালদহপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হান্নান ওই গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথিশ চন্দ্র রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবেশী হানিফের বৈদ্যুতিক সেচ পাম্পের তার আগে থেকে ছেঁড়া ছিল। সকালে আব্দুল হান্নান গরুকে খাস খাওয়াতে মাঠে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা হান্নানকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষষা করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসআর