ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (০২ অক্টোবর) দুপুর পযর্ন্ত শ্রীপুরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলো- ওই উপজেলার কমলাপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে শামীম আহম্মেদ (৩২), এমেদুজ্জামানের ছেলে জিয়াউর রহমান খান (৩৫), সাইদুর রহমান (৪০) ও   আবুল হোসেনের ছেলে তুষার খান (২৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান বাংলানিউজকে জানান, ঢাকার একটি চক্রের সসহায়তায় সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে কয়েকশ’ বেকার যুবকের কাছ থেকে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় ওই চার যুবক। কয়েকদিন ধরে থানায় এ বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ‌এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

তিনি আরও জানান, এঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। আটকদের শুক্রবার দুপুরে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।