ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

এমপি হান্নানের ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এমপি হান্নানের ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের (৮০) ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) সকালে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বর থেকে মিছিলটি বের হয়।

৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এই বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন।

মিছিলটি শহরের সি. কে. ঘোষ রোডের হারুন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। এর আগে শীর্ষ যুদ্ধাপরাধী এম. এ. হান্নানের গ্রেফতারের ঘটনায় আনন্দ উল্লাসে একে অপরকে মিষ্টি মুখ করান নির্মূল কমিটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।