কিশোরগঞ্জ: চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) হেলথ কেয়ার প্রোভাইডাররা।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা হাসপাতালের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিএইচসিপি অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক ভূঁইয়া, সহ সভাপতি সানাউল হক হিরা, সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, জেলায় কমিউনিটি ক্লিনিকে প্রায় ১৪ হাজার মানুষ কর্মরত রয়েছেন। এদের অনেকেরই সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ পর্যায়ে।
ট্রাস্টের মাধ্যমে কর্মচারীদের পরীক্ষা নিয়ে পুনরায় নিয়োগের নিয়ম বাতিল করে তারা চাকরি জাতীয়করণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরে তারা একই দাবিতে জেলা সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআর