ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গুলিবিদ্ধ শিশুটি শঙ্কামুক্ত, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
গুলিবিদ্ধ শিশুটি শঙ্কামুক্ত, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে গুলিবিদ্ধ শিশু সৌরভের (৯) দুই পায়ে সফল অস্ত্রপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। এখন শিশুটি শঙ্কামুক্ত বলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে।



এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় ব্র্যাক মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি সুন্দরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে ব্র্যাক মোড়র এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী বাংলানিউজকে জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের শান্ত করে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

এদিকে, শুক্রবার দুপরে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ (বৌদ্ধনাথ-ব্র্যাকমোড়) এলাকায় স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সৌরভ (৯) নামে ওই শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠে।

আহত শিশু সৌরভ গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।