ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বরগুনায় হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনা জেলায় কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইনের ২২এর ‘ঘ’ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা জেলা সি এইচ সি পি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আল মামুন, মোজাম্মেল হোসেন, ইসরাত জাহান ইতি, নাজমুল হাসান, মামুন অর রশিদ ও সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশের হাজার হাজার বেকারদের চাকরি দিয়ে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন অবশ্যই তিনি তাদের চাকরি জাতীয়করণ করবেন। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইনের ২২এর‘ঘ‘ ধারা বাতিলের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।