ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানামূলে আটক ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর(সিএমএম)আদালত। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ও তার পুত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে চারজনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি হরমুজ আলীকে আটক করে থানায় নেয়ার পথে তাকে বহনকারী পুলিশের গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হলে আহত হন তিনি। তাকে বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানামূলে আটক হওয়ায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও শুক্রবার ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের চারজনকে খণ্ড নথিমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার ওই খণ্ডনথি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন না হওয়ায় কোনো শুনানিও অনুষ্ঠিত হয়নি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমআই/আরআই
** শেষ রক্ষা হলো না রাজাকার হান্নানের
** ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার ৩ আসামি গ্রেফতার
** এমপি হান্নান ও তার ছেলে ডিবি কার্যালয়ে