বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি, দৈনিক দুর্জয় বাংলা’র নির্বাহী সম্পাদক ও শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে শেরপুর প্রেসকাবের উদ্যোগে শহরের বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত বসাকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা, মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম ওবায়দুর রহমান, অধ্যক্ষ এসএম বেলাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হরিশংকর সাহা, বরেন্দ্র স্যানাল, আ.লীগ নেতা শাহজামাল সিরাজী, শিক্ষক আক্তার হোসেন বিপ্লব, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভুট্টো, পৌরসভার মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আব্দুল মান্নান, আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সাংবাদিক দীপঙ্কর হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও বিচারের দাবি জানান। নইলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সভায় সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী তার কর্মস্থল বগুড়া থেকে শেরপুর পৌরশহরের স্যানালপাড়াস্থ বাড়ি ফেরার পথে ২০০৪ সালের এইদিন গভীর রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমবিএইচ/আরআই