কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মালেকা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বৃত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মালেকা বেগম উজানগ্রাম ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মাদার আলীর স্ত্রী।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মালেকা বৃত্তিপাড়া বাসস্টান্ডে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, দ্রুত চলে যাওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এমজেড