ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১০ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
চাঁদপুরে ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ রক্ষার্থে নিয়মিত অভিযানে আটক ১০ জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স সিরান এ দণ্ডাদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, তালিমুদ্দিন মাল (৩০), স্বপন (১৮), জয়নাল আবেদীন (২৭), সাইফুল চোকদার (২৫), মেজবাহ উদ্দিন (৩৫), নাছির মিয়া (১৮), আক্তার হোসেন (২৫), জলিল (৫৫), সালাহ উদ্দিন (২৫) ও হাসম আলী বেপারী (২৫)।

নৌ-পুলিশ জানায়, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর তারাবুনিয়া এলাকা থেকে মা ইলিশ নিধনকালে পুলিশ তাদের আটক করে। এদের সবার বাড়ি চাঁদপুর সদর ও শরীয়তপুর জেলার সখিপুর চরঞ্চালে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।