ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কি.মি. যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কি.মি. যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ৬৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ যানজটের সৃষ্টি হয়।

এতে ঢাকামুখী সব ধরনের যানবাহন ওই মহাসড়োক থমকে আছে।

পুলিশ জানায়, শুক্রবার ঈদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে গেছে। এতে অধিক সংখ্যক যানবাহন ঢাকার উদ্দেশে যাচ্ছে। যানবাহনের চাপ বেশি থাকায় এবং এলোমেলো চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বাংলানিউজকে বলেন, ঢাকামুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে, কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান সার্জেন্ট।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।