সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে চলন্ত অটোরিকশার ধাক্কায় রুহিত (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ফাইভ স্টার মাঠ সংলগ্ন ক্যান্টনমেন্ট সড়কে রাস্তা পারাপারের সময় চলন্ত অটোরিকশা ওই শিশুটিকে ধাক্কায় দিলে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একশ’ শয্যা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ