ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করে স্কুলছাত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করে স্কুলছাত্র গ্রেফতার

নাটোর: নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করে হুমকি দেওয়ার অভিযোগে রাব্বি ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গুরুদাসপুরের চাঁচকৈড় পুরাতন পাড়া থেকে গ্রেফতার করা হয়।



রাব্বি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরাতন পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে ও স্থানীয় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নাটোরের পুলিশ সুপার শ্যামল মুখার্জী বাংলানিউজকে জানান, রাব্বি ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ২৭মিনিটে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাক করে হুমকি দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।