নোয়াখালী: স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নোয়াখালীতে তিন বখাটেকে ধরে যুবককে পুলিশে সোর্পদ করেছে জনতা।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে রাশেদ (২০), একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে মিরাজ (১৮) ও আবু তাহেরের ছেলে মানিক (২০)।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তিন বখাটে যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি