ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মানসিক উৎকর্ষ কার্যক্রমে নিয়োজিত বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়া ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সংর্বধনা দেওয়া হয়।


 
শুক্রবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের প্রথম পর্বে সংর্বধনা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের শুরুতেই গত ২৭ সেপ্টেম্বর এসএসসি-২০১৫ ব্যাচের বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিফাত তাসফিয়া রউফ তুবা হত্যার বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি এবারের সংর্বধনা অনুষ্ঠান তার প্রতি উৎসর্গ করা হয়।
 
সংর্বধনা কার্যক্রমের সমন্বয় করেন এটিএম রাশেদুল ইসলাম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়) সুধাংশু শেখর বিশ্বাস।
 
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন, বিপিএমপিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, চ্যানেল আই’র নির্বাহী প্রযোজক (সংবাদ) শান্ত মাহমুদ, মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, সংস্কৃতজন তারিকুল ইসলাম তারেক, ডা. গোকুল চাঁদ কুণ্ডু, ডা. রথীন্দ্র নাথ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়া’র সংগঠক শ্যামল ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।