রাজশাহী: রাজশাহীর চারঘাটের পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ১২শ’ মিটার কারেন্ট জালসহ তিন কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে কারেন্ট জাল আটকের পর বিকেলে তা পুড়িয়ে ফেলা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ বিজিবিকে সঙ্গে নিয়ে চারঘাটের পিরোজপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি আইন অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে তাদের মাছ ধরা জাল ও তিন কেজি ইলিশ মাছ আটক করা হয়।
পরে আটক করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার মাছগুলো চারঘাটের চাঁদপুর কাকড়ামারী এতিম খানায় এতিমদের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে জানান ইউএনও আবদুস সামাদ।
মৎস্য সংরক্ষণ ও বিপণন রোধে সরকার গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএস/আইএ