ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ময়মনসিংহে জঙ্গি সন্দেহে কিশোর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জঙ্গি সংগঠন আইএস সদস্য সন্দেহে মোল্লা ফয়সাল ওরফে ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন জুলকার নাইন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার সোহাগী স্কুল থেকে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ পুলিশ।

পরে সন্ধ্যায় তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক মোল্লা ফয়সাল উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে এবং আঠাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, উপজেলার সোহাগী স্কুলে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ নামে লিফলেট বিতরণ করছিলেন ওই শিক্ষার্থী। এ সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী নিজেকে জঙ্গি সংগঠন আইএস সমর্থক বলে দাবি করে। সন্ধ্যায় তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সে আইএস সদস্য কিনা এটি জিজ্ঞাসাবাদ শেষ হলে বলা যাবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।