নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮টি মাছ ধরার ট্রলার, ১৮ লাখ মিটার অবৈধ জালসহ আট হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের কালামচর স্লুইচ খালে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. তানভীর আহমের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চলতি নিষিদ্ধ মৌসুমে মেঘনা নদী থেকে ১৮টি ট্রলার নিয়ে মাছ ধরে কালামচর স্লুইচ খালে আসেন জেলেরা।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ট্রলার ও মাছ ফেলে জেলেরা পালিয়ে যান। পরে ওই স্থান থেকে ১৮টি মাছ ধরার ট্রলার, ১৮ লাখ মিটার অবৈধ জাল ও আট হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি