ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ৮ হাজার কেজি ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
হাতিয়ায় ৮ হাজার কেজি ইলিশ জব্দ ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮টি মাছ ধরার ট্রলার, ১৮ লাখ মিটার অবৈধ জালসহ আট হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (০২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের কালামচর স্লুইচ খালে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে এসময় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. তানভীর আহমের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চলতি নিষিদ্ধ মৌসুমে মেঘনা নদী থেকে ১৮টি ট্রলার নিয়ে মাছ ধরে কালামচর স্লুইচ খালে আসেন জেলেরা।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ট্রলার ও মাছ ফেলে জেলেরা পালিয়ে যান। পরে ওই স্থান থেকে ১৮টি মাছ ধরার ট্রলার, ১৮ লাখ মিটার অবৈধ জাল ও আট হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়।   

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।