কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় নিখোঁজ দুই শিশুর মধ্যে সাবাজ (১৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
শুক্রবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে যেয়ে মিনারুল ও সাবাজ নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনারুল, সাবাজসহ কয়েকজন নদীর ধারে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পানিতে পড়ে গেলে মিনারুল পানিতে নেমে তোলার চেষ্টা করলে ডুবে যায়। এরপর সাবাজ মিনারুলকে উদ্ধার করতে পানিতে নেমে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। রাতে রাজশাহী থেকে আসা একদল ডুবুরি সাবাজের মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস বাংলানিউজকে জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ দেরি হচ্ছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি