ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।



শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- সিলেটের কানাইঘাট এলাকার মুর্শেদা বেগম (৪০), বাগেরহাটের তরিকুল (৩৫) এবং বাসের সুপারভাইজার লক্ষীপুরের মহসিন আলী টিপু (৪৫)।

শেরপ‍ুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জালালপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু  হয়। পরে মৌলভীবাজার হাসপাতালে একজন ও আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।  

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫/আপডেট: ০১১৫ ঘণ্টা /আপডেট: ০৮০৪ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।