মেহেরপুর: মোবাইল ফোনে চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার সময় গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের জিল্লুর রহমানের মুদি দোকানের সামনে বোমার বিস্ফোরণ ঘটায় তারা।
এ ঘটনায় জোড়পুকুরিয়া বাজার এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে বাজারের জিল্লুর রহমানের মুদি দোকানের সামনে হঠাৎ বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই এলাকাটি ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় বাজারে অবস্থানকারী লোকজন দিকবিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়।
দোকানের মালিক স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সন্ত্রাসীরা মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবি করা চাঁদার টাকা পরিশোধ না করায় মাস খানেক আগে বাড়ির দরজায় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলো। এবার তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমার বিস্ফোরণ ঘটালো।
এ ঘটনায় পরিবারের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। চাঁদার দাবিতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ